Site icon জীবিকা দিশারী

প্রাইমারি টেট-এর প্রস্তুতিতে শিশু মনস্তত্ত্বের প্রশ্নোত্তর

Primary TET Practice Set

১. সৃজনশীলতায় সাধারণত যুক্ত থাকে-  

(ক) অভিসারী চিন্তন (খ) অপসারী চিন্তন (গ) মডেলিং (ঘ) অনুকরণ

উত্তর- অপসারী চিন্তন

২. প্রেষণা সৃষ্টিতে অন্তরায়গুলি হল-

(ক)মানসিক উদ্বেগ (খ) নিরাপত্তার অভাব (গ) হীনমন্যতা (ঘ) সবগুলি সঠিক

উত্তর- সবগুলি সঠিক

৩. প্রেষণার তত্ত্বানুযায়ী শিখনে উ্রঅনতির জন্য শিক্ষক-

(ক) শিক্ষার্থীদের নিকট থেকে কোনো প্রত্যাশা করবেন না (খ) শিক্ষার্থীদের নিকট থেকে খুব উচ্চ প্রত্যাশা করবেন (গ) শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবোচিত প্রত্যাশা করবেন (ঘ) শিক্ষার্থীদের নিকট থেকে একই ধরএনর প্রত্যাশা করবেন

উত্তর- শিক্ষার্থীদের নিকট থেকে বাস্তবোচিত প্রত্যাশা করবেন

৪. বিজ্ঞান এবং শিল্প প্রদর্শনী, নৃত্য এবং সংগীত পরিবেশন এবং বিদ্যালয়ে ম্যাগাজিন প্রকাশের উদ্দেশ্য হল-

(ক) বিদ্যালয়ের নাম প্রচার করা (খ) পিতামাতার সন্তুষ্টি আনয়ন করা (গ) শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উতসাহিত করা (ঘ) বিভিন্ন পেশায় শিক্ষার্থীদের প্রশিক্ষণ দান

উত্তর- শিক্ষার্থীদের সৃজনশীলতাকে উতসাহিত করা

৫. দৈহিক বিকাশ নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?

(ক) পরিবারের আর্থ সামাজিক অবস্থা (খ) শিশুর খেলার সাথী (গ) শিশুর বুদ্ধি (ঘ) শিশুর লিঙ্গ

উত্তর- শিশুর বুদ্ধি

৬. তপশিলি উপজাতি কাদের বলা হয়?

(ক) যে সব সম্প্রদায়ের মধ্যে আদিবাসীদের লক্ষণ দেখা যায় (খ) যে সব সম্প্রদায় নির্দিষ্ট সংস্কৃতির অধিকারী (গ) যে সব সম্প্রদায় ভৌগোলিক দিক থেকে বিচ্ছিন্ন (ঘ) উপরের সবগুলি

উত্তর- উপরের সবগুলি

৭. শিখন সমস্যা বলতে বোঝায়-

(ক) পঠন অক্ষমতা (খ) লিখন অক্ষমতা (গ) গাণিতিক অক্ষমতা (ঘ) সবগুলি সঠিক

উত্তর- সবগুলি সঠিক  

৮. শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হল-

(ক) মনোবিদ্যা (খ) জীববিদ্যা (গ) সমাজবিদ্যা (ঘ) সবগুলি সঠিক

উত্তর- সবগুলি সঠিক

৯. শিশুর সামাজিক ধারণা গড়ে ওঠে-

(ক) `নিজ সম্পর্কে ধারণা’ গঠনের পর (খ) `নিজ সম্পর্কে ধারণা’ গঠনের পূর্বে (গ) `নিজ সম্পর্কে ধারণা’ এবং সামাজিক ধারণা একই সঙ্গে গড়ে ওঠে (ঘ) কোনোটি সঠিক নয়

উত্তর- `নিজ সম্পর্কে ধারণা’ গঠনের পর

১০. নিরবচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন-

(ক) পরস্পরকে সাহায্য করে (খ) বিপরীত ভূমিকা পালন করে (গ) উভয়ের ভূমিকা এক (ঘ) একই ধরনের কৌশল ব্যবহার করে

উত্তর- পরস্পরকে সাহায্য করে

১১. কাজের বণ্টন হওয়া উচিত-

(ক) লিঙ্গভিত্তিক (খ) ক্ষমতাভিত্তিক (গ) পছন্দ ও আগ্রহ ভিত্তিক (ঘ) পছন্দ, আগ্রহ ও ক্ষমতাভিত্তিক

উত্তর- পছন্দ, আগ্রহ ও ক্ষমতাভিত্তিক

১২. স্মৃতি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে-

(ক) জন্মের পর থেকে ২ বছর পর্যন্ত (খ) প্রথম বাল্যকালে (গ) উত্তর বাল্য কালে (ঘ) কৌশোরে

উত্তর- প্রথণ বাল্যকালে

১৩. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা কে?

(ক) ড্রিভার (খ) আসুবেল (গ) বান্দুরা (ঘ) আইভান পাভলভ

উত্তর- আইভান পাভলভ

১৪. নিচের কোনটি আবেগকে প্রভাবিত করে?

(ক) অনুভূতি (খ) প্রেষণা (গ) উদ্দেশ্য (ঘ) পারদর্শিতা

উত্তর- অনুভূতি

১৫. শিখন ক্রুটির প্রধান দিকগুলি হল-

(ক) পঠনে ক্রুটি (খ) লিখনে ক্রুটি (গ) গণিত সংক্রান্ত ক্রুটি (ঘ) সবগুলি সঠিক

উত্তর- সবগুলি সঠিক

 

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

Exit mobile version