গত ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রাইমারি টেট পরীক্ষা গ্রহণ করা হয় সারা রাজ্য জুড়ে মোট প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন (primary tet result out)।
টেট পরীক্ষায় প্রথম হয়েছেন বর্ধমান জেলার পরীক্ষার্থী ইনা সিং, দ্বিতীয় মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসু রায় সমস্ত পরীক্ষার্থীর ফলাফল দেখা যাবে www.wbbpe.org ওয়েবসাইট থেকে অনলাইনে যে রেজাল্ট শিট থাকবে, তাতে প্রার্থীর নাম থাকবে।
২০২২ সালের টেটের রোল নম্বর থাকবে। রেজিস্ট্রেশন নম্বর থাকবে। মিডিয়াম (বাংলা নাকি ইংরেজি) থাকবে। ক্যাটেগরি থাকবে। সাব-ক্যাটেগরি থাকবে।
বিশেষভাবে সক্ষম প্রার্থী কিনা, তা দেওয়া থাকবে। কোশ্চেন বুকলেট নম্বর থাকবে। কোশ্চেন বুকলেট সিরিজ থাকবে। ওএমআর বারকোড নম্বর থাকবে।
যদিও টেটের ফলাফলের সঙ্গে প্রার্থীদের চাকরির নিয়োগপত্র পাওয়ার কোনও যোগ নেই। সেক্ষেত্রে নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি বের করা হবে।
প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীকালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলেই টেট উত্তীর্ণরা সেই নিয়োগে আবেদন জানাতে পারাবেন।
পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। এঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ।
টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ৬৯ হাজার ৪০৮ জন মহিলা পরীক্ষার্থী। ৮১ হাজার ৭৭ জন পুরুষ। ৬ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী।