অধ্যাপক নিয়োগ

1583
0
St. Xaviers College Recruitment 2024

মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ে ৭০ জন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিভাগীয় প্রধান, লেকচারার নিয়োগ করা হবে৷

যে সমস্ত বিষয়ে প্রফেসর নিয়োগ করা হবে সেগুলি হল- এডুকেশন, আরবি, হিন্দি, ইংলিশ,

উইমেন এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি, হিস্ট্রি প্রভৃতি৷

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে যে সস্তি বিষয়ে সেগুলি হল- এডুকেশন, ইংলিশ, উর্দু,

ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এইচকেএসডিএস৷

সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে লেকচারার (পলিটেকনিক) নেওয়া হবে৷

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ http://www.manuu.edu.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স আগামী ২ ফেব্রুয়ারি মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় পৌঁছতে হবে৷

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷