দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে ২২ প্রোজেক্ট অ্যাসোশিয়েট

1747
0
project associate recruitment

ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে চুক্তির ভিত্তিতে ২২ জন (project associate recruitment) সিনিয়র  প্রোজেক্ট অ্যাসোশিয়েট ও প্রোজেক্ট অ্যাসোশিয়েট নিয়োগ করা হবে৷

পারিশ্রমিক: সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট পদে প্রতি মাসে ৪২০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা

এবং প্রোজেক্ট অ্যাসোশিয়েট পদে প্রতি মাসে ৩৫০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

যোগ্যতা: সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সিভিল/ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি৷

মাইক্রোসফট অফিসে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷

প্রোজেক্ট অ্যাসোশিয়েট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং সিভিল/ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং/ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রি৷

মাইক্রোসফট অফিসে দক্ষতা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা বাঞ্ছনীয়৷

বয়স: সিনিয়র প্রোজেক্ট অ্যাসোশিয়েট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর এবং প্রোজেক্ট অ্যাসোশিয়েট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে নির্দিষ্ট বয়ানে৷ https://www.wbpcb.gov.in/files/Th-07-2021-07-18-20Application%20Form.pdf লিঙ্ক থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷ পূরণ করা আবেদনপত্রের পিডিএফ ncap.wbpcb@gmail.com ইমেল আইডিতে আগামী ৪ জুন বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে৷ ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে৷ ইন্টারভিউ কেন্দ্রের ঠিকানা: WBPCB Head Office, Bidhannagar, Kolkata 700106.

মেধাতালিকার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে (project associate recruitment)৷

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

কলকাতার নীলরতম সরকার মেডিক্যাল কলেজে মেডিক্যাল অফিসার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন