কলকাতার বসু বিজ্ঞান মন্দিরে কাজের সুযোগ

257
0
Project Associate Recruitment

বোস ইনস্টিটিউটে ওয়াক-ইন-ইন্টারিভউয়ের মাধ্যমে প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। Project Associate Recruitment

বিজ্ঞপ্তি নম্বরঃ S/BIO/17/2024-25.

যোগ্যতাঃ ন্যাচারাল বা এগ্রিকালচারাল সায়েন্সে মাস্টার ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ মেডিসিনে ব্যাচেলর ডিগ্রি।

মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আইডিবিআই ব্যাঙ্কে নিয়োগ

বয়সঃ বয়স হতে হবে ৩৫ বছরের কম। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ২৫০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

 পশ্চিম বর্ধমান জেলায় কাজের সুযোগ

ইন্টারিভউয়ের তারিখঃ ইন্টারভিউ হবে ১৪ নভেম্বর ২০২৪ তারিখে।

ইন্টারভিউ কেন্দ্রঃ Seminar Room of Biological Sciences Department, Unified Academic Campus,

Bose Institute, Block-EN, Sector-V, Plot No- 80, Salt Lake City, Kolkata- 700091.

ইন্টারিভউয়ের দিন বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। Project Associate Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন