ভারত ইলেক্ট্রনিক্সে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

921
0
wbpsc assistant engineer

ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে ৩৬ জন প্রোজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে (Project Engineers recruitment)। বিজ্ঞপ্তি নম্বর: 383/PE-I/HR/ES/2021-22.

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: সিভিল- ২৪, ইলেক্ট্রিক্যাল/ ইইই: ৬, মেকানিক্যাল: ৬।

যোগ্যতা: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ফার্স্ট ক্লাস বিই/ বিটেক। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে পাশ নম্বর থাকলেই আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীর নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: প্রথম বছরে পারিশ্রমিক ৩৫০০০ টাকা, দ্বিতীয় বছরে ৪০০০০ টাকা, তৃতীয় বছরে ৪৫০০০ টাকা এবং চার বছরে ৫০০০০ টাকা।

আবেদনের ফি: আবেদনের ফি ৫০০ টাকা। অনলাইন মোড বা স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ার যে কোনো শাখায় চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.bel-india.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সাধারণ ডাকে বা স্পিড পোস্টে পাঠাতে হবে Manager (HR/ES & SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru- 560013 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ২৬ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে। আবেদন সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Project Engineers recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন