পিএসসির এগ্রিকালচারাল অফিসার পদের ইন্টারভিউ

986
0
PSC, PSC Jobs, West Bengal PSC Jobs, West Bengal Government Jobs,

এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার পদের ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ( wbpsc)। বিজ্ঞপ্তি নম্বর ১৪/২০১৯ অনুযায়ী রাজ্যের এগ্রিকালচারাল মার্কেটিং দপ্তরে এগ্রিকালচারাল অফিসার ( Agricultural Officer) পদের নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
আগামী ১৭ ও ১৮ মে, একাধিক শিফটে ইন্টারভিউ নেওয়া হবে। প্রার্থীরা আগামী ১০ মে থেকে অনলাইনে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।
বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন