ক্লার্কশিপ, ২০১৯ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর স্পষ্ট করল পিএসসি

3691
0
wbjee admit card 2023 released

পিএসসি ক্লার্কশিপ, ২০১৯ (বিজ্ঞাপন নম্বর ৫/২০১৯) নিয়ে পরীক্ষার্থীদের একাধিক বিষয় পরিষ্কার করে জানাল পাবলিক সার্ভিস কমিশন।

একটি বিজ্ঞপ্তি দিয়ে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার পার্ট ওয়ান থেকে প্রার্থী বাছাই, কম্পিউটার টাইপিং টেস্ট সহ বিভিন্ন বিষয় নিয়ে একটি ড্রাফট প্রকাশ করেছে।  তাতে জানানো হয়েছে:

১) পিএসসি ক্লার্কশিপের মোট শূন্যপদ রয়েছে  ৭২২৭ টি । মোট শূন্যপদের ভিত্তিতে এক একটি পদের জন্য ১o জন করে প্রার্থীদের দ্বিতীয় ভাগের পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। তবে শ্রেণি অনুযায়ী কাট-অফ মার্কস থাকার জন্য সব শ্রেণির পর্যাপ্ত প্রার্থী পাওয়া সম্ভব হয়নি।

২) পার্ট টু পরীক্ষা হয়ে যাওয়ার পর পার্ট ওয়ান ও পার্ট টু উভয় পেপারের নম্বরের একত্র মূল্যায়নের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ হবে।

৩) কম্পিউটার দক্ষতার টেস্টে শূন্যপদ অনুযায়ী সমসংখ্যক প্রার্থীদের ডাকা হবে। সব প্রার্থী কম্পিউটার টেস্ট-এ সফল না হলে যতজন অসফল হবেন আরও ততজনকে মেরিট লিস্টের পরবর্তী প্রার্থী তালিকা ক্রমানুসারে ডাকা হবে। প্রাথীদের কম্পিউটার / টাইপিং নলেজ -এর জন্য কোনও  সার্টিফিকেট দাখিল করতে হবে না। কম্পিউটার টেস্ট-এর জন্য ২০টি শব্দ প্রতি মিনিট, বাংলার ক্ষেত্রে ১০টি শব্দ প্রতি মিনিট তুলতে হবে।

৪) কোন পরীক্ষার্থী আবেদন পত্রে দেওয়া  পোস্টিং, ক্যাটেগরি বাছাই বা ভাষা নির্বাচন নিয়ে তথ্য এখন আর কোনোভাবে পরিবর্তন করতে পারবেন না।

৫) কলকাতা ছাড়াও শিলিগুড়ি, আসানসোল ও বহরমপুরে পিএসসির ক্লার্কশিপ পার্ট ২ পরীক্ষার সেন্টার ফেলা হবে।

 

 

PSC, PSC Clerkship, PSC Exam