পিএসসি ক্লার্কশিপ, ২০১৯ এর নতুন তালিকা প্রকাশ

933
0
wbpsc result out

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ২০১৯  (PSC Clerkship, 2019 New result) এর কম্পিউটার টেস্ট-এর জন্য সফল প্রার্থীদের নতুন তালিকা প্রকাশিত হয়েছে। নতুন তালিকা অনুযায়ী ৯৬৯৩ জনের নামের তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এর আগে ৭২২৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশিত হয়েছিল। পরে সেই ফলাফলের তালিকা পিএসসি বাতিল করে। বৃহস্পতিবার পুনরায় নতুন তালিকা প্রকাশিত হয়েছে। পিএসসি ক্লার্কশিপের শূন্যপদের ভিত্তিতে ১:১.৪ অনুপাত অনুযায়ী কম্পিউটার টেস্টে ডাকা হবে। তালিকাভুক্ত প্রার্থীদের ওয়েবসাইটে কিছু প্রয়োজনীয় ডক্যুমেন্ট স্কিন করে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আপলোড করতে হবে। এর সাথে গ্রুপ-এ অফিসারের একটি সার্টিফিকেট পূরণ করে আপলোড করতে হবে। সেটির নমুনাপত্র ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

ফলাফল দেখে নেওয়ার লিঙ্ক – ক্লিক করুন এখানে

অনলাইনে ডক্যুমেন্ট আপলোড লিঙ্ক – ক্লিক করুন এখানে