পিএসসির ২০১৯-এর ক্লার্কশিপ (পার্ট-টু) পরীক্ষা হবে আগামী ৬ ডিসেম্বর রবিবার। কার কোথায় পরীক্ষাকেন্দ্র পড়বে তা ওয়েবসাইটে জানানো হয়েছে। যেমন, পার্ট-ওয়ান পরীক্ষাকেন্দ্র যাঁদের ছিল বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তমলুক, কলকাতা (উত্তর) ও কলকাতা (দক্ষিণ)-এ, তাঁদের পার্ট-টু পরীক্ষাকেন্দ্র হবে কলকাতায়। পার্ট-ওয়ান পরীক্ষাকেন্দ্র যাঁদের ছিল বর্ধমান, আসানসোল, পুরুলিয়া ও বাঁকুড়ায় তাঁদের পার্ট্-টু হবে আসানসোলে। পার্ট-ওয়ান পরীক্ষাকেন্দ্র যাঁদের ছিল কৃষ্ণনগর, বহরমপুর ও সিউড়িতে তাঁদের পরীক্ষা হবে বহরমপুরে। পার্ট-ওয়ান পরীক্ষাকেন্দ্র যাঁদের ছিল মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং ও দার্জিলিং কেন্দ্রে তাঁদের পার্ট-টু পরীক্ষা হবে শিলিগুড়িতে। পিএসসির এই ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে:
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল