BREAKING : ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রত্যাহার করে নিল পিএসসি

2654
0
WBPSC Clerkship Recruitment 2023

ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল তুলে নিলো পিএসসি। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, যে ফলাফল (Psc Clerkship result) গতকাল প্রকাশ হয়েছিল সেটা নিয়ে সংশয় থাকার জন্য ফলাফল প্রত্যাহার করা হল। নতুন ফলাফল এবং নতুন করে ডক্যুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলাফলে বিস্তারিত কাট অফ মার্ক্স ওয়া হয়নি, প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ করা হয়নি, এরকম একাধিক অভিযোগ আসছিল পরীক্ষার্থীমহল থেকে। তার জেরেই ফলাফল প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে।

গতকাল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, ২০১৯ এর ফলাফল প্রকাশ করে। মোট ৬,৮৬২ জন সফল প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়। সফল প্রার্থীদের পরবর্তী কম্পিউটার টেস্ট এর আগে ডক্যুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়।

পিএসসি ফলাফল প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তি : ক্লিক করুন