পিএসসির একাধিক পরীক্ষা স্থগিত নির্বাচনী বিধির কারণে

1097
0
PSC, PSC Exam, WBCS 2021, WBCS 2020

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের (PSC) একাধিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। নির্বাচনী বিধি লঘু হওয়ার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পিএসসি।

বিজ্ঞপ্তি নম্বর ১৮/২০২০ অনুযায়ী আগামী ২১ মার্চ, ২০২১ তারিখ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ২০২১ (WBCS) প্রিলি পরীক্ষা, ১৭/২০২০ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল অডিট এন্ড অ্যাকাউন্টস পরীক্ষা, ২০২০ পরীক্ষা ছিল আগামী ১১ এপ্ৰিল এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ২০২০ মেইন পরীক্ষা আগামী ২৪ পারিল, ২১ থেকে ২৮ এপ্রিল, ২১ পর্যন্ত সমস্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

আগামী ১৫ মে, ২০২১ -এর পর  পরীক্ষার নতুন সময়সূচি  দেবে পিএসসি।

বিজ্ঞপ্তি লিঙ্ক : ক্লিক করুন

 

 

PSC, PSC Exam, WBCS 2021, WBCS 2020