BIG BREAKING : পিএসসি ফুড সাব-ইন্সপেক্টর ফলপ্রকাশ

1876
0
PSC Food SI, Food SI Result

 

প্রকাশিত হল রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের (PSC Food & Supply Department) সাব-ইন্সপেক্টর (Food Sub Inspector) পদের ফল প্রকাশিত হল। ৯৫৭ জন সফল প্রার্থীর তালিকায় নাম, রোল নম্বর ও প্রাপ্ত নম্বর সহ তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর ২৬/২০১৮ নম্বর অনুযায়ী সফল প্রার্থীদের তালিকা প্রকাশিত করা হল। অসংরক্ষিত প্রাথীদের ক্ষেত্রে কাট অফ এসেছে ৯১.১৬, এসসি প্রার্থীদের ক্ষেত্রে ৮৮.৬৬, এসটি প্রার্থীদের ৭৮.৮৩।

অন্যদিকে এই একই বিজ্ঞপ্তি অনুসারে এক্সটেন্ডেড শূন্যপদ যুক্ত করা হয়েছিল। সেই অনুযায়ী ৩০২৪ জন প্রার্থীদের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই সফল প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছে। ৩০২৪ জন প্রার্থীর নাম, রোল নম্বর ও প্রাপ্ত নম্বর সহ তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

৯৫৭ চূড়ান্ত সফল প্রার্থীর ফল দেখার লিঙ্ক : ক্লিক করুন

৩০২৪ জন ইন্টারভিউয়ের জন্য সফল প্রার্থী তালিকার লিঙ্ক : ক্লিক করুন

 

PSC Food SI, Food SI Result