পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস দ্বিতীয় পর্যায় ইন্টারভিউসূচি বদল

899
0
upsc interview

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৮ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এগজামিনেশনের (বিজ্ঞপ্তি নং ২৯/২০১৭) ইন্টারভিউয়ের দ্বিতীয় পর্যায়ের সূচি প্রকাশিত হয়েছে গত ৭ ডিসেম্বর, তা বদল করা হল, বাকি ৩য় পর্যায়ের সূচি পরে জানানো হবে। প্রথম পর্যায়ে ১৪-৩১ ডিসেম্বর হয়েছে (আমাদের খবর https://jibikadishari.co.in/psc-miscellaneous-interview/ লিঙ্কে), তারপর পরিবর্তিত সূচিতে দ্বিতীয় পর্যায়ে ১৩-২৯তম দিনের ইন্টারভিউ হবে আগামী ৪ জানুয়ারি থেকে, চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুটি বোর্ডে, প্রতি বোর্ডেই দুটি অর্ধে ভাগ করে। প্রথমার্ধ সকাল ১০-৩০ থেকে, দ্বিতীয়ার্ধ বেলা দেড়টা থেকে। কল লেটার ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করা যাবে ২৪ ডিসেম্বর থেকে পিএসসির ওয়েবসাইটে (www.pscwbapplication.in)। বিস্তারিত নির্দেশ ইত্যাদি সহ ইন্টারভিউ কার কবে কখন জানতে পারবেন পিএসসির পরিবর্তিত ১৮ ডিসেম্বরের বিজ্ঞপ্তির (No. 1022 PSC /Con.IIA, Dated: the 18th December,2020) এই লিঙ্কে:

https://wbpsc.gov.in/Download?param1=20201222152533_MSRE_PH2.pdf&param2=advertisement

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল