পিএসসির মিসলেনিয়াস সার্ভিসে পদ পছন্দ জানানোর ফর্ম: ২

846
0
admission notice

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁরা কে কোন সার্ভিস/পদে চাকরি করতে চান সেই পছন্দের ক্রমান্বয় যাতে জানাতে পারেন সেজন্য পূরণ করতে একটি ফর্ম আপলোড করা হয়েছে। ফর্মটি পূরণ করে দাখিল করতে হবে ইন্টারভিউয়ের দিন। প্রসঙ্গত, এর আগে ১৪ ডিসেম্বর একটি ফর্ম আপলোড করা হয়েছিল ২০টি সার্ভিস/পদের মধ্যে থেকে নির্বাচন করার জন্য (https://wbpsc.gov.in/Download?param1=An_20201211224813_Choice-Sheet_MSRE18.pdf&param2=advertisement)। এবার ১৪টি সার্ভিস/পদের মধ্যে থেকে পছন্দক্রম জানাতে বলা হয়েছে। এটির প্রিন্ট-আউট নিয়ে পূরণ করতে হবে এবং ইন্টারভিউয়ের দিন দাখিল করতে হবে।
যে সার্ভিস সবচেয়ে বেশি পছন্দের সেটির জন্য ১, তার পরের পছন্দের পদের ঘরে ২ এভাবে সব পদের (মোট ১৪টা) পাশেই নিজের পছন্দ অনুযায়ী সংখ্যা উল্লেখ করতে হবে। নাহলে সেই পদের জন্য আপনি ফলাফলের ভিত্তিতে যোগ্য হলেও তার জন্য বিবেচিত হবেন না। কোনো এক সার্ভিস/পদ পছন্দ না হলে লিখবেন NIL. সার্ভিস/পদ পছন্দের ক্রম পরে আর জানানো বা বদলানো যাবে না। কোনো ঘর ফাঁকা রাখবেন না, সেই সার্ভিস/পদে আপাতত কোনো শূন্যপদ না থাকলেও পছন্দ জানানো ভালো। কোনো সার্ভিস/পদ পছন্দ করতে না চাইলে পরের পাতায় ডিক্ল্যারেশনে জানাবেন আপনি সেই সার্ভিস/পদের জন্য আগ্রহী নন।
পছন্দ জানানোর ফর্ম সহ ১৬ ডিসেম্বরের এই পুরো বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন পিএসসির এই লিঙ্কে:
https://wbpsc.gov.in/Download?param1=An_20201216123123_ChoiceSheetMSRE18Final.pdf&param2=advertisement

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল