পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নম্বর ২৯/২০১৭ অনুযায়ী ২০১৮ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষার দ্বিতীয় পর্বের পার্সোন্যালিটি টেস্ট (এর আগে প্রথম পর্বের হয়েছে ১-১২ দিন ধরে) কার কবে কখন হবে তার পুরো তালিকা আপলোড করে দেওয়া হয়েছে। চলবে আগামী ৪ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত, মাঝে ছুটির দিনগুলি বাদে, প্রতিদিন দুটি বোর্ডে, দুই শিফটে ভাগ করে। প্রথম শিফট সকাল সাড়ে দশটা থেকে, উপস্থিত হতে হবে ১০-১৫ মিনিটে, দ্বিতীয় শিফট বেলা দেড়টা থেকে, উপস্থিত হতে হবে একটার মধ্যে। সমস্ত মূল প্রমাণপত্র সঙ্গে নিয়ে গিয়ে পেশ করতে হবে। পার্সোন্যালিটি টেস্টের জন্য কললেটার ডাউনলোড করে নিতে হবে, পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (https://wbpsc.gov.in), আগামী ২৪ ডিসেম্বর থেকে। পার্সোন্যালিটি টেস্টের পুরো তালিকা সহ ১৮ ডিসেম্বরের ইস্যু করা এই বিঞ্জপ্তি (No. 1022PSC/Con. IIA, Dated: the 18th December, 2020) দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=20201219211304_MSRE_PH2.pdf¶m2=advertisement
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল