দেখে নিন পিএসসি মিসলেনিয়াস ইন্টারভিউয়ের সময়সূচি

1542
0
WBPSC Clerkship Recruitment 2023

মিসলেনিয়াস ২০১৮ পরীক্ষার (psc miscellaneous) ইন্টারভিউ শিডিউল প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (wbpsc)। আগামী ১৪ ডিসেম্বর, ২০২০ থেকে ইন্টারভিউ গ্রহণ শুরু হচ্ছে। সকাল ১০.৩০টা ও বেলা দেড়টা দুটি ফেজ-এ ইন্টারভিউ নেওয়া হবে। রোল নম্বর ও শিফট অনুযায়ী তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা ওয়েবসাইট থেকে নিজের পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে পারবেন।

আগামী ৮ ডিসেম্বর, ২০২০ থেকে অনলাইন কল লেটার দেওয়া হবে পিএসসির ওয়েবসাইটে।
কল লেটার ডাউনলোড হবে ওয়েবসাইট থেকে
সম্পূর্ণ ইন্টারভিউ শিডিউলের লিঙ্ক:

https://wbpsc.gov.in/Download?param1=20201204214530_MSRE18Phase1.pdf&param2=advertisement