পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ইন্টারভিউ এবার অনলাইনে

1075
0

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ডব্লুবিসিএসের মতো ২০১৮ সালের মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষার (বিজ্ঞাপন নং ২৯/২০১৭) যে ইন্টারভিউ ( psc miscellaneous ) আগামী ৫ মে থেকে হবার কথা তা হবে অনলাইনে। কোভিড পরিস্থিতির জন্য এই পরিবর্তিত ব্যবস্থা বলে কমিশনের ২৯ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে (Memo No. 1092 Con Date: 29.04.2021) জানানো হয়েছে। ইন্টারভিউয়ের লিঙ্ক দেওয়া হবে ৩ মে থেকে। দিনে দুই অর্ধে ব্যাচে-ব্যাচে ভাগ করে ইন্টারভিউ নেওয়া হবে।

বিজ্ঞপ্তি নম্বর ২৯/২০১৭ অনুযায়ী পিএসসি মিসলেনিয়াস, ২০১৮ পরীক্ষার অনলাইন ইন্টারভিউ নেওয়া হবে আগামী ৫ মে থেকে।  একটি নির্দিষ্ট ঘরে, ইন্টারভিউয়ের অনন্ত ৩০ মিনিট আগে অনলাইনে বসতে হবে। প্রার্থীদের ইমেল করে অনলাইন লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে।

তার আগে নির্দিষ্ট ইন্টারভিউ তারিখের তিন দিন আগে কিছু প্রয়োজনীয় নথি ওয়েবসাইটে আপলোড করার জন্য পিএসসি থেকে জানানো হয়েছে। ৩ মে থেকে এই সংক্রান্ত লিঙ্ক আপডেট করে দেওয়া হবে।

পুরো সময় নির্ঘণ্ট ও অন্যান্য নিয়ম-নির্দেশ, ইন্টারভিউকক্ষ বিষয়ক শর্ত ইত্যাদি দেখা যাবে এই লিঙ্কে: ক্লিক করুন