পিএসসি মিসলেনিয়াসের সংশোধিত নতুন মেধা তালিকা প্রকাশ

1787
0
WBPSC

রাজ্য পিএসসি (WBPSC) মিসলেনিয়াস ২০১৯ পরীক্ষার জন্য রিভাইজ্ড মেধা তালিকা প্রকাশ করল।

পিএসসি (Public Service Commission) আগের দিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল, আনসার কি সংক্রান্ত কিছু অসুবিধা থাকার জন্য আগের মেধা তালিকা তুলে নেওয়া হয়েছে। সেই অনুযায়ী ফাইনাল আনসার কি পিএসসির ওয়েবসাইট প্রকাশ করা হয়। সেইমতো পিএসসি মিসলেনিয়াস মেইন পরীক্ষার জন্য সফল প্রাথীদের রিভাইজ্ড মেধা তালিকা প্রকাশ করলো পিএসসি।

নতুন তালিকা অনুযায়ী ৪৪০৭ জন মেইন পরীক্ষায় বসার জন্য সফল হয়েছেন।

তালিকা দেখার লিঙ্ক –   https://wbpsc.gov.in/Download?param1=20201005152913_MSRE_2019_revised_result.pdf&param2=advertisement

পিএসসির মিসলেনিয়াস আন্সার-কি প্রকাশিত হল

 

PSC, PSC Miscellaneous Exam