পিএসসির একাধিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ ঘোষণা 

3226
0
ssc mts 2022

রাজ্য পাবলিক সার্ভিস কমিশন পুনরায় একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার পুনর্বিবেচিত পরীক্ষাসূচি প্রকাশ করল। এ মাসের শেষেও বিভিন্ন পরীক্ষা থাকা সত্ত্বেও লকডাউন পরিস্থিতির কারণে তা বাতিল করতে হয়। নতুন পরীক্ষাসূচি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

এর মধ্যে মোটর ভিকল ইনস্পেক্টর (নন-টেক) পরীক্ষা ফেলা হয়েছে ২২ নভেম্বর, আইসিডিএস সুপারভাইজার (মেইন) পরীক্ষা ফেলা হয়েছে ১২ ও ১৩ ডিসেম্বর, ২০২০। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস, ২০২০ (মেইন) পরীক্ষা ১৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর।

কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার পার্সোনালিটি টেস্ট-এর তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। ডব্লুবিসিএস ২০১৯ গ্রুপ ‘এ’ এবং ‘বি’-র পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ২৯ ডিসেম্বর, ২০২০। মিসলেনিয়াস সার্ভিস, ২০১৮ পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ১৪ ডিসেম্বর, ২০২০।

এরকম একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা ও ইন্টারভিউয়ের সূচি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি।

সম্পূর্ণ পরীক্ষাসূচি দেখার লিঙ্ক: https://wbpsc.gov.in/Download?param1=An_20201012200750_WrittenSchedule.pdf&param2=advertisement

পার্সোনালিটি টেস্ট তারিখ দেখার লিঙ্ক – https://wbpsc.gov.in/Download?param1=An_20201012200946_PTSchedule.pdf&param2=advertisement

 

 

PSC, PSC Exam, PSC Interview