পিএসসির ডব্লুবিসিএস ও মিসলেনিয়াস সার্ভিসের অনলাইন ইন্টারভিউ: সংযোজন

748
0
psc online interview
Courtesy: Freepik

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর ডব্লুবিসিএস এগজিঃ ইত্যাদির গ্রুপ-এ এবং ২০১৮-র মিসলেনিয়াস সার্ভিসেসের ইন্টারভিউ সম্প্রতি অনলাইনে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে (অনলাইনের ব্যবস্থার ঘোষণা গত ৩০ এপ্রিলের সিদ্ধান্ত মতো এবং মিসলেনিয়াসের ৪০ জনের জন্য নতুন অনলাইনের ব্যবস্থার ঘোষণা ওয়েবসাইটে দেওয়া হয়েছে ২৫ মে তারিখে)।
যাঁরা উভয়পক্ষের কার‌ও নেটওয়ার্ক সমস্যা, বিধানসভা নির্বাচন, শারীরিক অসুস্থতা ইত্যাদি কারণে ইন্টারভিউ দিতে পারেননি এমন প্রার্থীদের অনুরোধ খতিয়ে বিবেচনা করে নতুন সুযোগ দেওয়া হচ্ছে।
ডব্লুবিসিএসের যাঁরা ইন্টারভিউ দিতে পারেননি তাঁদের অনুরোধ বিবেচনা করে ৩ জনের জন্য আবার ২ জুন অনলাইনে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি মিসলেনিয়াসের আর‌ও ৫ জন (আগে ঘোষিত ৪০ ছাড়াও) অনলাইন ইন্টারভিউ দিতে পারবেন, তাঁদের তারিখ ১ জুন।
কমিশনের ২৮ মের এই বিজ্ঞপ্তি (Memo No. 1096 Con Date: 28.05.2021) দেখা যাবে এই লিঙ্কে:
অনলাইন ইন্টারভিউ বিষয়ে ধারণার জন্য আমাদের আলোচনা এই লিঙ্কে: https://jibikadishari.co.in/udyan-palan-projukti-sahayak/