পিএসসির জুডিশিয়াল সার্ভিস পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিতদের তালিকা

704
0
WBJEE 2023 answer key released

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ১২/২০২০ অনুযায়ী ২০২০ সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস (ফাইনাল) এগজামিনেশনের ফলাফলের ভিত্তিতে পার্সোন্যালিটি টেস্টের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।
দেখা যাবে কমিশনের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কে। পারসোন্যালিটি টেস্টের তারিখ শীঘ্র কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। কমিশনের ২৪ ফেব্রুয়ারির এক বিজ্ঞপ্তিতে (No. 1059 P.S.C./Con. Dated: The 24th February, 2021) একথা জানানো হয়েছে। নির্বাচিতদের তালিকা সহ বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://wbpsc.gov.in/
PSC, PSC Results