পিএসসির স্টেনোগ্রাফার পরীক্ষার টাইপ টেস্ট

1310
0
ADA Recruitment 2024

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৬ সালের স্টেনোগ্রাফার নিয়োগ লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের টাইপ টেস্ট হবে আগামী ৬ অক্টোবর শনিবার, দুটি ব্যাচে— সকাল সাড়ে দশটায় (Roll No. 3179291439 to 3281164704) ও সাড়ে বারোটায় (Roll No. 3281164764 to 3288008389) এই ঠিকানায়: “PAREEKSHA” Online Examination Centre, UPTC-BF-01, Upohar Town Centre, New Garia, Kolk-700094.

অ্যাডমিট কার্ড ১ অক্টোবর থেকে পাঠানো হবে ইমেলে। সেটির প্রিন্ট-আউট নিয়ে যেতে হবে। ৩ অক্টোবরের মধ্যে মেলবক্সে অ্যাডমিট কার্ড না পেলে লিখিত পরীক্ষার ফলাফলের তালিকা পিএসসির http://www.pscwbonline.gov.in ওয়েবসাইটে দেখে যদি সফলদের সেই তালিকায় থাকেন তাহলে ব্যক্তিগত ভাবে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে হবে। লিখিত পরীক্ষার ফল বেরনোর খবর আমাদের পোর্টালেও বেরিয়েছিল (https://jibikadishari.co.in/?p=7955)। পিএসসির টাইপটেস্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2661305