পিএসসি ওয়ার্ড মাস্টার ও মোটর ভিকল ইনস্পেক্টর পরীক্ষাকেন্দ্রের তালিকা

1041
0
WEJEE 2024 Registration

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ওয়ার্ড মাস্টার গ্রেড-থ্রি এবং মোটর ভিকল ইনস্পেক্টর নিয়োগের পরীক্ষা (জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক) হবে আগামী ২২ নভেম্বর রবিবার। ওয়ার্ড মাস্টার পদের জন্য বেলা ১০টা থেকে ১১-৩০ পর্যন্ত ও মোটর ভিকল ইনস্পেক্টর পদের জন্য বেলা ২-৩০ থেকে ৪টে পর্যন্ত। কাদের কোন কেন্দ্রে পরীক্ষা হবে তার পুরো তালিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ড মাস্টার পদের জন্য পরীক্ষাকেন্দ্রের তালিকা এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20201120143632_WARDMASTERGRADE.pdf&param2=advertisement

মোটর ভিকল ইনস্পেক্টর পদের জন্য এই লিঙ্কে: https://wbpsc.gov.in/Download?param1=An_20201120115544_MOTORVEHICLEINSPECTOR(1).pdf&param2=advertisement

PSC, PSC Exam, PSC Ward Master Exam, PSC Motor Vehicle Exam