ডব্লুবিসিএস, ২০১৯ গ্রুপ এ, বি পদের ফলপ্রকাশ 

990
0
wbpsc result out

প্রকাশিত হল ওয়েস্ট বেঙ্গল  সিভিল সার্ভিস, ২০১৯ (WBCS) পরীক্ষার গ্রুপ-এ ও গ্রুপ-বি পদের মেইন পরীক্ষার ফলাফল। বিজ্ঞপ্তি নম্বর ২৯/২০১৮ অনুযায়ী গ্রুপ এ পদের ২১১ জন সফল ও গ্রুপ বি  পদের  ৬০ জন সফল প্রার্থীর রোল নম্বরের তালিকা পিএসসির (PSC) ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

কাট-অফ মার্কসের তালিকা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।  সফল প্রার্থীরা পার্সোন্যালিটি টেস্ট-এ অংশগ্রহণ করতে পারবেন। সে সংক্রান্ত তথ্য পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।

গ্রুপ-এ পদের ফল দেখতে : ক্লিক করুন

গ্রুপ-বি পদের ফল দেখুন : ক্লিক করুন

WBCS, WBCS 2019, WBCS 2019 Result