মাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে চাকরি

schedule
2023-05-27 | 07:13h
update
2023-05-29 | 10:58h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পূর্ব বর্ধমান জেলা সমাজ কল্যাণ দপ্তরে (District Social Welfare Section) চুক্তির ভিত্তিতে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। Purba Bardhaman Job Vacancy 2023

যে সমস্ত পদ নিয়োগ হবে সেগুলি হল– প্যারামেডিক্যাল স্টাফ (মহিলা), হাউস মাদার (মহিলা), অফিসার-ইন-চার্জ (মহিলা), আউট রিচ ওয়ার্কার, আয়া (মহিলা), লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট।

যোগ্যতা: প্যারামেডিক্যাল স্টাফ (মহিলা): উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে নার্সিং/ ফার্মাসিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

হাউস মাদার (মহিলা): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ।

অফিসার-ইন-চার্জ (মহিলা): এলএলবি অথবা সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক/ সোশ্যাল সায়েন্সে মাস্টার ডিগ্রি।

রাজ্যে অষ্টম শ্রেণি যোগ্যতায় বন সহায়কAMP

চাইল্ড ওয়েলফেয়ার ফিল্ডে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশনে ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার।

Advertisement

আউট রিচ ওয়ার্কার: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আয়া (মহিলা): মাধ্যমিক বা সমতুল পাশ, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: মাধ্যমিক বা সমতুল পাশ।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে নিয়োগAMP

বয়স: প্যারামেডিক্যাল স্টাফ, হাউস মাদার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

অফিসার-ইন-চার্জ পদে বয়স হতে হবে ২৭-৪২ বছরের মধ্যে। আউট রিচ ওয়ার্কার পদে ১৮-৩৫ বছর এবং আয়া পদে বয়স হতে হবে ২১-৫০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স সম্পূর্ণ হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: প্যারামেডিক্যাল স্টাফ, আউট রিচ ওয়ার্কার এবং আয়া পদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে ১২০০০ টাকা।

টাটা স্টিলে ট্রেনি ইঞ্জিনিয়ারAMP

হাউস মাদার পদে বেতন ১৪৫৬৪ টাকা। অফিসার-ইন-চার্জ পদে বেতন ৩৩১০০ টাকা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদে বেতন প্রতি মাসে ১১৮৮০ টাকা।

আবেদনের পদ্ধতি: https://purbabardhaman.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৫ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।

শুধুমাত্র আয়া পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। আয়া পদের জন্য দরখাস্তের বয়ান উপরোক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে District Social Welfare Officer, Office of the District Magistrate, Social Welfare Section, Sub Station Building, Near Hawkers’ Market, Purba Bardhaman- 713101 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৫ জুন ২০২৩ তারিখের মধ্যে।

Purba Bardhaman Job Vacancy 2023

অফিশিয়াল নোটিফিকেশন ——- ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান——– ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 03:07:40
Privacy-Data & cookie usage: