পূর্ব মেদিনীপুরে আশাকর্মী নিয়োগ

1562
0
Asha Worker Recruitment 2023

পূর্ব মেদিনীপুরের তমলুক, হলদিয়া, এগরা এবং কন্টাই সাব ডিভিশনের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে জাতীয় স্বাস্থ্য মিশনে কাজের জন্য আশা কর্মী নিয়োগ করা হবে (purba medinipur asha karmi recruitment 2021)।

যোগ্যতা: প্রার্থী যে গ্রামে আশা কর্মী পদে নিয়োগের জন্য আবেদন করবেন, সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক বা সমতুল পাশ যোগ্যতার বিবাহিতা/ বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বিশ্বভারতীতে গেস্ট লেকচারার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে, তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়সসীমা ২২ বছর, বয়সের ঊর্ধ্বসীমা সকলের ক্ষেত্রেই সমান।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://purbamedinipur.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের খবর দেখতে ক্লিক করুন

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স (স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে রেশন কার্ড/ ভোটার কার্ড, জন্মসার্টিফিকেট বা মাধ্যমিক/ সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি প্রার্থীর স্বাক্ষর করা, বিবাহিত মহিলাদের জন্য যে কোনও সরকারি নথি যেখানে স্বামীর নাম লেখা আছে- বিবাহ শংসাপত্র/ আধার/ ভোটার/ রেশন কার্ড ইত্যাদি, বিবাহ বিচ্ছিন্নাদের জন্য বিবাহবেচ্ছেদের শংসাপত্র এবং বিধবার জন্য স্বামীর মৃত্যু শংসাপত্র) বিডিও অফিসে ডাকযোগে বা সরাসরি গিয়ে জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে হবে ২৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টার মধ্যে (purba medinipur asha karmi recruitment 2021)।

 

 দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ও নোটিসটি দেখতে ক্লিক করুন