পুরুলিয়ায় আশাকর্মী নিয়োগ

schedule
2022-09-05 | 10:41h
update
2022-09-05 | 10:41h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ২৮ জন অ্যাক্রিডিয়েটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (আশাকর্মী) নিয়োগ করা হবে (asha karmi recruitment 2022)।

মেমো নম্বর: 696/SDO/S/PRL.

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ, উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বিবাহিতা/ বিবাহ বিচ্ছিন্না/ বিধবা মহিলারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

যে এলাকার শূন্যপদের জন্য আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩০-৪০ বছরের মধ্যে (জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৮২-১ জানুয়ারি ১৯৯২ সালের মধ্যে হতে হবে,

Advertisement

তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ হতে হবে ১ জানুয়ারি ১৯৮২-১ জানুয়ারি ২০০০ তারিখের মধ্যে)।

তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের নিম্নসীমা ২২ বছর।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে অন্তিম পর্বের প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.purulia.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স Officer of the concerned Block Development officer, Arsha, Balarampur, Hura, Purulia-I & Purulia-II, Development Block ঠিকানায় জমা করতে হবে।

খামের উপরে লিখতে হবে `APPLICTION FOR ENGAGEMENT AS ASHA, name of the sub-center applied for ………and name of area (village)……..”

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের ২কপি ছবি দিতে হবে এবং নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প যুক্ত খাম দিতে হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (asha karmi recruitment 2022)।

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

এসএসসির পরীক্ষার তারিখAMP

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2024 - 07:27:31
Privacy-Data & cookie usage: