পুরুলিয়ায় নার্স, ল্যাব টেকনিশিয়ান, মেডিকেল অফিসার

1584
0
WB Health Recruitment 2023

পুরুলিয়া (Purulia) জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের জন্য চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের (Government Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 1017 Date: 07/12/2020

শূন্যপদ— ল্যাব টেকনিশিয়ান ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি-বি ১), স্টাফ নার্স-থ্যালাসেমিয়া ২ (অসংরক্ষিত), স্টাফ নার্স- এনইউএইচএম ৩ (অসংরক্ষিত), মেডিকেল অফিসার ১ (অসংরক্ষিত)।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও পারিশ্রমিক—

ল্যাব টেকনিশিয়ান:  ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এবং  মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা বা,  মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে ১ বছর, ডিগ্রি বা পিজি ডিগ্রি/ডিপ্লোমা থাকলে ৬ মাসের ব্লাড টেস্টিং বা ব্লাড প্রেপারেশনের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী কাজের অভিজ্ঞতা পূর্ণ হতে হবে ও বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক মাসিক ১৭২২০ টাকা।

স্টাফ নার্স-থ্যালাসেমিয়া: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম উত্তীর্ণ। থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী কাজের অভিজ্ঞতা পূর্ণ হতে হবে এবং বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। পারিশ্রমিক মাসিক ১৬৮৬০ টাকা + ৩০০ টাকা ওয়াশিং অ্যালাউয়েন্স ।

স্টাফ নার্স: এনইউএইচএম – ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম উত্তীর্ণ বা বিএসসি নার্সিং হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর। পারিশ্রমিক মাসিক ১৭২২০ টাকা।

মেডিকেল অফিসার: এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে রেজিস্টার্ড হবে। ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর। পারিশ্রমিক মাসিক ৪০০০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া— আগামী ১৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ স্থল: CMOH & Secretary, DH&FWS, Ranchi Road, Purulia। নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদন সহ প্রয়োজনীয় নথি নিয়ে যেতে হবে।

বিশদ বিজ্ঞপ্তি সহ আবেদন পত্রের নমুনা ডাউনলোডের লিঙ্ক— http://purulia.gov.in/services/notice/employment/employment_CMOH_39.pdf

 

Purulia Job, Health Job, Nurse Recruitment