আরজি কর হাসপাতালে কর্মখালি

1396
0
R G Kar Medical College Recruitment 2023

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মলিকিউলার বায়োলজিস্ট এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) পদে নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। R G Kar Medical College Recruitment 2023

যোগ্যতা ও বেতন: মলিকিউলার বায়োলজিস্ট: মলিকিউলার বায়োলজি/ মাইক্রোবায়োলজি/

বায়োটেতনোলজি/ লাইফ সায়েন্সে মাস্টার ডিগ্রি। বেতন প্রতি মাসে ৪০০০০ টাকা।

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব): বিএসসি/ ইন্টারমিডিয়েট সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা। বেতন প্রতি মাসে ১৭০০০ টাকা।

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর।

ইন্টারভিউয়ের তারিখ: ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১৭ জুলাই সকাল ১১টায়।

ইন্টারভিউয়ের দিন বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

R G Kar Medical College Recruitment 2023