রেলের ০১/২০১৮ বিজ্ঞপ্তির পরীক্ষায় মূল্যায়নের সমতা

1172
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নং ০১/২০১৮ অনুযায়ী কম্পিউটার ভিত্তিক ২য় পর্যায়ের পরীক্ষা নেওয়া হয়েছে ১০টি সেশনে বা ভাগে ভাগ করে।

ফলে নানা সেটের প্রশ্নপত্র ব্যবহার করতে হয়েছে।

কোন সেটে কঠিন প্রশ্ন কীরকম আছে তার হিসাবের ভিত্তিতে একটি বৈজ্ঞানিক স্ট্যাটিস্টিক্যাল পদ্ধতিতে বিভিন্ন সেটের মূল্যমানের একটি সমতা নির্ধারণ বা ‘নর্ম্যালাইজেশন’ করে নাওয়া হয়, যাতে পরীক্ষার্থীরা যে-সেটেই পরীক্ষা দিয়ে থাকুন, সমমানে মূল্যায়নের সুযোগ পান। সেই নর্ম্যালাইজেশন কীভাবে করা হয়েছে তা জানা যাবে এই লিঙ্কে: http://www.examprog.com/rail/rrb/file/RRB%20Normalization-processCEN%201-18%20_06-04-19.pdf

প্রসঙ্গত, নর্ম্যালাইজেশনের পদ্ধতি নিয়ে আমাদের পোর্টালেও এর আগে আলোচনা করা হয়েছে (https://jibikadishari.co.in/?p=10320)।