দক্ষিণ-পূর্ব মধ্য রেলে ১০৩৩ অ্যাপ্রেন্টিস

2070
0
RRB Technician Recruitment 2024

দক্ষিণ-পূর্ব মধ্য রেলে ১০৩৩ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (rail apprentice 2022)।

অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।

ট্রেড অনুযায়ী শূন্যপদ: ডিআরএম অফিস, রায়পুর ডিভিশন: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১১৯, টার্নার: ৭৬, ফিটার: ১৯৮, ইলেক্ট্রিশিয়ান: ১৫৪, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১০, স্টেনোগ্রাফার (হিন্দি): ১০, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ১০, হেলথ অ্যান্ড স্যানিটারি ইনস্পেক্টর: ১৭, মেশিনিস্ট: ৩০, মেকানিক ডিজেল: ৩০, মেকানিক রেফ্রিজেরেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার: ১২, মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ৩০।

ওয়াগান রিপেয়ার শপ, রায়পুর: ফিটার: ১৪০, ওয়েল্ডার: ১৪০, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫, ইলেক্ট্রিশিয়ান: ১৫, কম্পিউচার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ৫, স্টেনোগ্রাফার (হিন্দি): ২।

ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৬৯৬ অফিসার নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বস নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

বয়সসীমা: ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ((rail apprentice 2022))।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন