দক্ষিণ-পূর্ব মধ্য রেলে ১০৩৩ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (rail apprentice 2022)।
অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত।
ট্রেড অনুযায়ী শূন্যপদ: ডিআরএম অফিস, রায়পুর ডিভিশন: ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১১৯, টার্নার: ৭৬, ফিটার: ১৯৮, ইলেক্ট্রিশিয়ান: ১৫৪, স্টেনোগ্রাফার (ইংলিশ): ১০, স্টেনোগ্রাফার (হিন্দি): ১০, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ১০, হেলথ অ্যান্ড স্যানিটারি ইনস্পেক্টর: ১৭, মেশিনিস্ট: ৩০, মেকানিক ডিজেল: ৩০, মেকানিক রেফ্রিজেরেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার: ১২, মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স: ৩০।
ওয়াগান রিপেয়ার শপ, রায়পুর: ফিটার: ১৪০, ওয়েল্ডার: ১৪০, মেশিনিস্ট: ২০, টার্নার: ১৫, ইলেক্ট্রিশিয়ান: ১৫, কম্পিউচার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ৫, স্টেনোগ্রাফার (হিন্দি): ২।
ব্যাঙ্ক অব ইন্ডিয়া ৬৯৬ অফিসার নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন
যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বস নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
বয়সসীমা: ১ জুলাই ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৪ মে ২০২২ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে ((rail apprentice 2022))।