নর্থ সেন্ট্রাল রেলে ১৬৫৯ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।
জোনাল নোটিফিকেশন নম্বর: RRC/NCR/01/2022, Dated: 28.06.2022.
অনলাইন আবেদন করা যাবে ৮ আগস্ট ২০২২ তারিখ রাত ২৩.৫৯ মিনিট পর্যন্ত। প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল।
বয়সসীমা: ১ আগস্ট ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে এনসিভিটি/ এসসিভিটি ইস্যু করা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।
এনসিভিটি/ এসসিভিটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
সংশ্লিষ্ট ট্রেডগুলি হল: ফিটার, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), আর্মেচার ওয়াইন্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান,
পেইন্টার (জেনারেল), মেকানিক (ডিএসএল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টম মেন্টেন্যান্স,
প্লাম্বার, মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটার ইনস্পেক্টর,
মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, এমএমটিএম, ক্রেন, ড্রাফটসমন্যান (সিভিল), স্টেনোগ্রাফার (ইংলিশ), স্টেনোগ্রাফার (হিন্দি)।
ম্যাজাগন ডকে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
আবেদনের ফি: ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।
ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।
তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: www.rrcpryj.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১ আগস্ট ২০২২ তারিখ রাত ২৩.৫৯ পর্যন্ত।
অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।