রেলের ৯ আগস্টের বাতিল হওয়া পরীক্ষা ও এখনও তারিখ ঘোষিত না হওয়া পরীক্ষা ৪ সেপ্টেম্বর

832
0
nfr railway apprentice 2022

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডসমূহের বিজ্ঞপ্তি নম্বর CEN 01/2018 (ALP & Technicians) অনুযায়ী গত ৯ আগস্টের প্রথম পর্যায়ের যাঁদের পরীক্ষা বাতিল হয়েছে (এবং কেরালার যে প্রার্থীদের পরীক্ষা ১৭, ২০ ও ২১ আগস্ট হবার কথা ছিল) এবং এখনও যাঁদের পরীক্ষার তারিখ ঘোষিত হয়নি তাঁদের সবার পরীক্ষা হবে আগামী ৪ সেপ্টেম্বর।

সংশ্লিষ্ট ওই পরীক্ষার্থীদের এসএমএস ও ইমেল করে এবিষয়ে জানানো হচ্ছে। সেইমতো তাঁরা পরীক্ষার সময়, শিফট ইত্যাদি জেনে নিতে পারবেন।

ই-কললেটার ডাউনলোড করা যাবে ৩১ আগস্ট থেকে।

যাঁদের ৯ আগস্টের পরীক্ষা বাতিল হয়েছে তাঁরা নিখরচায় ট্রেনে যাতায়াতের সুবিধা পাবেন, সেজন্য প্রয়োজনীয় কাগজপত্রও যথাসময়ে ডাউনলোড করে নেওয়া যাবে।

রেলয়ে রিক্রুটমেন্ট বোর্ড সমূহের ২৩ আগস্ট তারিখের এই নতুন বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/download/Notice%20on%20Rescheduled%20CBT%2004-09-18%20(1).pdf