রেলের গ্রুপ-ডি পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছবেন, প্রকাশিত হল রুটচার্ট

1469
0
nfr railway apprentice 2022

রেলের গ্রুপ-ডি পরীক্ষায় নিজের পরীক্ষাকেন্দ্রে কীভাবে যেতে পারেন তার রুটচার্ট প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।

চার্টে আছে শহরের নাম, সেন্টারের নাম, সেন্টারের ঠিকানা, কেন্দ্র কোড, সেন্টারের কাছাকাছি রেলস্টেশন, সেন্টার থেকে স্টেশনের কিলোমিটারে দূরত্ব, স্টেশন থেকে সেন্টারে কীভাবে পৌঁছবেন।

কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রগুলির রুটচার্ট প্রকাশ করেছে এই লিঙ্কে: http://www.rrbkolkata.gov.in/download/How%20to%20reach%20test%20center%20Level-1%20final%20all.pdf