পূর্ব রেলের গ্রুপ-ডি চূড়ান্ত ফল বেরোল

684
0
Rail, Railway Job, Railway Para-medical Job

রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের Centralised Employment Notice No. 02/2018 অনুযায়ী গ্রুপ-ডি (LEVEL-1 POSTS AS PER 7TH CPC) পদে নিয়োগের জন্য  যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা গত ৭ সেপ্টেম্বর থেকে ১৭ ডিসেম্বর এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা পূর্ব রেলের জন্য ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ও ডকুমেন্ট ভেরিফিকেশন ৩০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত হয়েছিল, তার চূড়ান্ত (‘প্রভিশনাল’) ফল বেরিয়েছে।

মেধাবিন্যাস ও পদ/ডিভিশন/ইউনিট বণ্টন পরে যথাসময়ে ঘোষিত হবে। সফল প্রার্থীদের রোলনম্বর দেখা যাবে এই লিঙ্কে: http://139.99.53.236:8080/rrcer/PV%20Notice%20for%20panel%20uploading-converted.pdf