পশ্চিম-মধ্য রেলে ৩০১৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Railway Apprentice
নোটিফিকেশন নম্বর: ০৬/২০২৩। প্রার্থী বাছাই করবে রেলওয়ে র্কিরুটমেন্ট সেল।
ইউনিট অনুযায়ী শূন্যপদ: জেবিপি ডিভিশন: ১১৬৪, বিপিএল ডিভিশন: ৬০৩, কোটা ডিভিশন: ৮৫৩, সিআরডব্লুএস বিপিএল: ১৭০, ডব্লুআরএস কোটা: ১৯৬, এইচকিউ/ জেবিপি: ২৯।
বয়স: ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।
স্টাইপেন্ড: ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদনের ফি: ১৩৬ টাকা (আবেদনের ফি ১০০ টাকা+ ৩৬ টাকা প্রসেসিং ফি)। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি দিতে হবে না, প্রসেসিং ফি বাবদ ৩৬ টাকা দিতে হবে।
আবেদনের পদ্ধতি: www.wcr.indianrailways.gov.in পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১৪ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত। Railway Apprentice