ভারতীয় রেল ফ্যাক্টরিতে ১৯২ অ্যাপ্রেন্টিস

3412
0
RRB Technician Recruitment 2024

ভারতীয় রেলমন্ত্রকের অধীন রেল হুইল ফ্যাক্টরিতে ১৯২ জন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Railway apprentice 2021)৷

শূন্যপদ: ফিটার: ৮৫, মেশিনিস্ট: ৩১, মেকানিক (মোটর ভিকল): ৮, টার্নার: ৫, সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর: ২৩,

ইলেক্ট্রিশিয়ান: ১৮, ইলেক্ট্রনিক মেকানিক: ২২৷

বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে৷

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাশ বা সমতুল সঙ্গে এনসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর ট্রেডে প্রতি মাসে ১০৮৯৯ টাকা

এবং বাকি ট্রেডগুলির ক্ষেত্রে প্রতি মাসে ১২২৬১ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ ইন্ডিয়ান পোস্টাল অর্ডার/ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে (Railway apprentice 2021)৷

তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ www.rwf.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে৷

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে The Senior Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore- 560064 ঠিকানায়৷

পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে৷

আবেদনপত্রের বয়ান ও নোটিসটি দেখতে  ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ম্যানেজার নিয়োগের খবর দেখতে ক্লিক করুন