Site icon জীবিকা দিশারী

দক্ষিণ-পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস

Railway Apprentice 2024

দক্ষিণ-পূর্ব রেলে ১৭৮৫ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Railway Apprentice 2023

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ম্যাট্রিকুলেশন এবং এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল– ফিটার, টার্নার, ইলেক্ট্রিশিয়ান, ওয়েল্ডার (জিঅ্যান্ডই), মেকানিক (ডিজেল),

মেশিনিস্ট, পেইন্টার (জেনারেল), রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেকানিক, কেবল জয়েন্টার/ ক্রেন অপারেটর, ফর্জার অ্যান্ড হিট ট্রিটার।

বয়স: ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

  রাজ্য বিদ্যুতে কর্মী নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ ইউপিআই/ ই-ওয়ালেটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

ইউকো ব্যাঙ্কে অফিসার নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.rrcser.co.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করার আগে প্রার্থীর ছবি, স্বাক্ষর ও যাবতীয় নথি স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

 স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ২৮ ডিসেম্বর ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে। Railway Apprentice 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

 

Exit mobile version