উত্তর-মধ্য রেলে ১৬৬৪ অ্যাপ্রেন্টিস

4248
0
Railway apprentice recruitment 2021

উত্তর-মধ্য রেলে ১১৬৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Railway apprentice recruitment 2021)৷

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল৷

জোনাল নোটিফিকেশন নম্বর: RRC/NCR/01/2021 Dated 27/07/2021. অনলাইন আবেদন করা যাবে আগামী ২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত৷

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি বা সমতুল পাশ৷ শুধুমাত্র ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক),

ওয়্যারম্যান এবং কার্পন্টোর ট্রেডের ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশ৷ সবকটি ট্রেডের ক্ষেত্রেই এনসিভিটি/ এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷

যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক, আর্মাচার ওয়ান্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার,

ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার জেনারেল, মেকানিক (ডিসিএল), ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্যান্স, ওয়্যারম্যান, প্লাম্বার,

মেকানিক কাম অপারেটর ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম, হেলথ স্যানিটারি ইনস্পেক্টর, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব পেজ ডিজাইনার, এমএমটিএম, ক্রেন, ড্রাফটসম্যান সিভিল, স্টেনোগ্রাফার (হিন্দি)৷

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা ১ বছর, অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.rrcpryj.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ আবেদন করা যাবে আগামী ২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত (Railway apprentice recruitment 2021)৷

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

এয়ারফোর্সে গ্রুপ সি কর্মী নিয়োগের খবর দেখতে ক্লিক করুন