রাজ্য সভায় ইন্টার্নশিপ

2958
0
Upcoming Government Job News

রাজ্য সভা সেক্রেটারিয়েটের অধীন রাজ্য সভা রিসার্চ অ্যান্ড স্টাডি স্কিমে ফেলোশিপ প্রোগ্রোমে ৪ জন ও ১০ জন ইন্টার্ন নিয়োগ করা হবে৷

গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন৷

নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ৩১ মার্চের মধ্যে ইমেল করতে হবে৷

ফেলোশিপের ক্ষেত্রে মেল করতে হবে rksahoo.rs@sansad.nic.in আইডিতে এবং ইন্টার্নদের ক্ষেত্রে ইমেল করতে হবে rssei.rsrs@sansad.nic.in আইডিতে৷

http://rajyasabha.nic.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে৷

https://rajyasabha.nic.in/rsnew/rsrs_advt.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷