রিজার্ভ ব্যাঙ্কে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতায় ২৯৪ অফিসার

schedule
2022-03-29 | 16:30h
update
2022-03-30 | 07:17h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াতে ২৯৪ জন অফিসার নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন (RBI recruitment 2022)।

শূন্যপদের বিন্যাস: অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল: শূন্যপদ ২৩৮ (অসংরক্ষিত ১০৯, তপশিলি জাতি ৩২, তপশিলি উপজাতি ১৫, ওবিসি ৫৯, ইডব্লুএস ২৩)।

অফিসার গ্রেড বি (ডিআর)-ডিইপিআর: শূন্যপদ ৩১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ৫, ইডব্লুএস ৩)।

অফিসার গ্রেড বি (ডিআর)- ডিএসআইএম: ২৫ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৪, ইডব্লুএস ২)।

বেতনক্রম: বেসিক পে ৫৫২০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: অফিসার গ্রেড বি (ডিআর) জেনারেল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন) অথবা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতকোত্তর।

Advertisement

অফিসার গ্রেড বি (ডিআর) ডিইপিআর: ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি অথবা ফিনান্সে মাস্টার ডিগ্রি অথবা পিজিডিএম/ এমবিএ সঙ্গে ইকোনমিক্স/ ফিনান্সে স্পেশ্যালাইজেশন।

অফিসার গ্রেড বি (ডিআর) ডিএসআইএম: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে স্ট্যাটিস্টিক্স/ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স/ ইকোনমেট্রিক্স/

স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স/ অ্যাপ্লায়েড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্সে মাস্টার ডিগ্রি। অথবা ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এম স্ট্যাট ডিগ্রি।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে (জন্মতারিখ ২ জানুয়ারি ১৯৯২ থেকে ১ জানুয়ারি ২০০১ সালের মধ্যে হতে হবে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও খবর :  কলকাতা পুরসভায় ১০৪ মজদুর, ৩ পরিবেশ বন্ধু নিয়োগAMP

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি,

শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য প্রি-এগজামিনেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার সিলেবাস, পরীক্ষাকেন্দ্র ও প্রি এগজামিনেশন সেন্টার সম্পর্কে বিস্তারিত আরবিআইয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আবেদনের ফি: ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি: www.rbi.org.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ১৮ এপ্রিল ২০২২ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (RBI recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 12:20:15
Privacy-Data & cookie usage: