রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্টেট জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। RBU Recruitment 2023
যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি (তপশিলি জাতি/ উপজাতি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।
প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে নেট/ স্লেট/ সেট পাশ করে থাকতে হবে।
এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ
যে সমস্ত বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে সেগুলি হল- সেন্টার ফর টেগর স্টাডিজ, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স,
হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ড্রামা, ড্যান্স, ইন্সট্রুমেন্টাল মিউজিক অ্যান্ড প্রিকিউসন, পেইন্টিং, স্কাল্পচার, অ্যাপ্লায়েড আর্ট, মিউজিওলজি, হিস্ট্রি অব আর্টস।
পারিশ্রমিক: প্রথম দু বছরে প্রতি মাসে ১৮০০০ টাকা এবং পরবর্তী বছরে প্রতি মাসে ২০০০০ টাকা।
আবেদনের ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১২৫ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।
ডিমান্ড ড্রাফট কাটতে হবে Rabindra Bharati University অনুকূলে, এবং প্রদেয় হবে কলকাতায়।
আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.rbu.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।
পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং ডিমন্ড ড্রাফট পাঠাতে হবে Development Office at 56A, B.T.Road, Kolkata- 700050 ঠিকানায়।
পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে। RBU Recruitment 2023
দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন