রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

906
0
RBU Recruitment 2023

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সোসিওলজি, জিওগ্রাফি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। RBU Recruitment 2023

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: ESTT./8300/2023.

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি এবং নেট/ স্লেট/ সেট পাশ করে থাকতে হবে।

পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে নেট/ স্লেট/ সেট পাশের বিষয়টি বাধ্যতামূলক নয়।

বাঁকুড়ায় আশাকর্মী নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর।

বেতন: প্রতি মাসে ৫৭,৭০০ টাকা।

আবেদনের ফি: ১০০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০০ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে Rabindra Bharati University- র অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনো নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.rbu.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে “The Registrar, Emerald Bower Campus, 56A, BT Road, Kolkata- 700050” ঠিকানায়।

ডাকবিভাগে টেকনিক্যাল সুপারভাইজার

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

RBU Recruitment 2023