Site icon জীবিকা দিশারী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

RBU Recruitment 2023

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সোসিওলজি, জিওগ্রাফি, মাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। RBU Recruitment 2023

এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর: ESTT./8300/2023.

এই মুহূর্তে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে পরবর্তীকালে দরকার মনে হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি এবং নেট/ স্লেট/ সেট পাশ করে থাকতে হবে।

পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে নেট/ স্লেট/ সেট পাশের বিষয়টি বাধ্যতামূলক নয়।

বাঁকুড়ায় আশাকর্মী নিয়োগ

বয়স: ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর।

বেতন: প্রতি মাসে ৫৭,৭০০ টাকা।

আবেদনের ফি: ১০০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ৫০০ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে Rabindra Bharati University- র অনুকূলে, প্রদেয় হবে কলকাতায়।

উচ্চমাধ্যমিক যোগ্যতায় স্টেনো নিয়োগ

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.rbu.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে “The Registrar, Emerald Bower Campus, 56A, BT Road, Kolkata- 700050” ঠিকানায়।

ডাকবিভাগে টেকনিক্যাল সুপারভাইজার

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ২১ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে।

নোটিসটি দেখতে ক্লিক করুন

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

RBU Recruitment 2023

Exit mobile version