রবীন্দ্রভারতীতে জুনিয়র রিসার্চ ফেলো

682
0
RBU Recruitment 2023

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে স্টেট জুনিয়র রিসার্চ ফেলোশিপ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। RBU Recruitment 2023

যোগ্যতা: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি (তপশিলি জাতি/ উপজাতি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)।

প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে নেট/ স্লেট/ সেট পাশ করে থাকতে হবে।

এয়ারপোর্টে কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়োগ

যে সমস্ত বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে সেগুলি হল- সেন্টার ফর টেগর স্টাডিজ, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স,

হিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, ড্রামা, ড্যান্স, ইন্সট্রুমেন্টাল মিউজিক অ্যান্ড প্রিকিউসন, পেইন্টিং, স্কাল্পচার, অ্যাপ্লায়েড আর্ট, মিউজিওলজি, হিস্ট্রি অব আর্টস।

স্নাতক যোগ্যতায় কাজের সুযোগ

পারিশ্রমিক: প্রথম দু বছরে প্রতি মাসে ১৮০০০ টাকা এবং পরবর্তী বছরে প্রতি মাসে ২০০০০ টাকা।

আবেদনের ফি: ২০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ১২৫ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে Rabindra Bharati University অনুকূলে, এবং প্রদেয় হবে কলকাতায়।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.rbu.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

এসএসকেএম হাসপাতালে চাকরি

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং ডিমন্ড ড্রাফট পাঠাতে হবে Development Office at 56A, B.T.Road, Kolkata- 700050 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ৩০ জুন ২০২৩ তারিখের মধ্যে। RBU Recruitment 2023

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন