হলদিয়া ডকে কাজের সুযোগ

2412
0
Haldia Dock Complex Job vacancy

হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে ডাইভিং অফিসার নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ৪/২০২৩। Recruitment in Haldia Dock

যোগ্যতা: ইন্ডিয়ান নেভির ইস্যু করা শিপস ডাইভার সার্টিফিকেট থাকতে হবে এবং ডাইভিং কাজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আর্মিতে ১৯৬ পুরুষ-মহিলা ইঞ্জিনিয়ার নিয়োগ

বেতন: প্রতি মাসে ৪৬৫০০ টাকা।

বয়স: ১৯ জুলাই ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://smportkolkata.shipping.gov.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

ডেটা এন্ট্রি অপারেটর, বেতন ১৬০০০

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Officer of the Sr. Dy. Manager (P&IR), Haldia Dock Complex, Jawahar Tower, 6th Floor, PO: Haldia Townsip, Dist: Purba Medinipur, West Bengal, PIN: 721607 ঠিকানায়।

কলকাতার স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে ট্রেনি

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ১৯ জুলাইয়ের মধ্যে।

খামের উপরে লিখতে হবে ‘Application for contractual engagement to Port Diving Officer under HDC’

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

Recruitment in Haldia Dock