অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় কাজের সুযোগ

1352
0
Recruitment in Hooghly

হুগলি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে চুক্তির ভিত্তিতে ৮৮ জন স্টাফ নার্স, Recruitment in Hooghly

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, মেডিক্যাল অফিসার এবং ড্রাইভার নিয়োগ করা হবে। মেমো নম্বর: DH&FWS/4262.

যোগ্যতা: স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং পাশ।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এএনএম/ জেএনএম পাশ এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং হুগলি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স

মেডিক্যাল অফিসার: এমবিবিএস এবং এক বছরের আবিশ্যক ইন্টার্নশিপ। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

ড্রাইভার (ফুড সেফটি উইং): অষ্টম শ্রেণি পাশ সঙ্গে হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্তত পাঁচ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং গাড়ি ঠিক করার সামান্য জ্ঞান থাকতে হবে।

বয়স: স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অফিসার পদে বয়রে ঊর্ধ্বসীমা ৪০ বছর, মেডিক্যাল অফিসার পদে ৬৭ বছর

এবং ড্রাইভার পদে বয়স হতে হবে ২৫-৪০ বছরের মধ্যে। সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে

এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নদিয়ায় আশাকর্মী নিয়োগ

বেতন: স্টাফ নার্স পদে ২৫০০০ টাকা, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে ১৩০০০ টাকা,

মেডিক্যাল অফিসার পদে ৬০০০০ টাকা এবং ড্রাইভার পদে ১১৫০০ টাকা।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দিতে হবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে ‘District Health & Family Welfare Samity, Hooghly’ অনুকূলে, A/C Non NHM প্রদেয় হবে কলকাতায়।

মাধ্যমিক যোগ্যতায় পূর্ব বর্ধমানে চাকরি

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.wbhealth.gov.in ওয়েবসাইটে থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF ………. UNDER……….. PROGRAMME’. পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট

এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Office of the Chief Medical Officer of Health, Hooghly, New Administrative Building 1st Floor, DRS Complex, Chinsurah, Hooghly 712101 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে ৮ জুন ২০২৩ তারিখ বিকেল ৪টের মধ্যে।

Recruitment in Hooghly

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন