রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস

schedule
2023-07-04 | 12:13h
update
2023-07-04 | 12:14h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

পূর্ব মধ্য রেলে ১১০৪ শূন্যপদে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। Recruitment in Indian Railways 2023

প্রার্থী বাছাই করবে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। নোটিফিকেশন নম্বর: NER/RRC/Act Apprentice/2022-23.

ওয়ার্কশপ/ ইউনিট অনুযায়ী শূন্যপদ: মেকানিক্যাল ওয়ার্কশপ/ গোরক্ষপুর: ৪১১,

সিগন্যাল ওয়ার্কশপ/ গোরক্ষপুর ক্যান্ট: ৬৩, ব্রিড ওয়ার্কশপ/ গোরক্ষপুর ক্যান্ট: ৩৫, মেকানিক্যাল ওয়ার্কশপ/ ইজ্জতনগর: ১৫১,

ডিজেল শেড/ ইজ্জতনগর: ৬০, ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগন/ ইজ্জতনগর: ৬৪,

ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান/ লখনউ জংশন: ১৫৫, ডিজেল শেড/ গোন্ডা: ৯০, ক্যারিয়েজ অ্যান্ড ওয়াগান/ বারানসি: ৭৫।

Advertisement

সারা দেশে রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কগুলিতে ক্লার্ক নিয়োগAMP

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩ জুলাই ২০২৩ তারিখের হিসেবে।

বয়স: ২ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যে সমস্ত ট্রেডে নেওয়া হবে সেগুলি হল- ফিটার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, পেইন্টার, মেশিনিস্ট, টার্নার, কার্পেন্টার, মেকানিক ডিজেল, ট্রিমার।

মাধ্যমিক যোগ্যতায় এমটিএস নিয়োগের আবেদন শুরুAMP

প্রসেসিং ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি/ ইডব্লুএস/ শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://ner.indianrailways.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

স্নাতক যোগ্যতায় রেডিওতে কাজের সুযোগAMP

অনলাইন আবেদন করা যাবে ২ আগস্ট ২০২৩ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

Recruitment in Indian Railways 2023

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.05.2024 - 20:01:54
Privacy-Data & cookie usage: